চিলির দক্ষিণ-মধ্যাঞ্চলে দাবানলে ১৩ জনের মৃত্যু

author-image
Harmeet
New Update
চিলির দক্ষিণ-মধ্যাঞ্চলে দাবানলে ১৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ চিলির দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মের তাপপ্রবাহ ছড়িয়ে পড়ায় দাবানলে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৪,০০০ হেক্টর জমি পুড়ে গেছে। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৩১০ মাইল দক্ষিণে বায়োবিওর সান্তা জুয়ানা শহরে এক দমকলকর্মীসহ ১১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন, লা আরাউকানিয়ার দক্ষিণাঞ্চলে একটি জরুরি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও একজন মেকানিক নিহত হয়েছেন। বায়োবায়ো এবং পার্শ্ববর্তী নুবলের কৃষি ও বনাঞ্চলে বিপর্যয়ের অবস্থা ঘোষণা করা হয়েছে, যার ফলে সৈন্য এবং অতিরিক্ত সম্পদ মোতায়েন করা হয়েছে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, দেশজুড়ে ৩৯টি দাবানল ছড়িয়ে পড়ায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।তোহা বলেন, 'আগামী দিনগুলোতে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে।'