নিজস্ব সংবাদদাতাঃ কানাডা শুক্রবার ৩৮ ব্যক্তি ও ১৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা 'রাশিয়ার ভুল তথ্য ও প্রচারণায় জড়িত' বলে অভিযোগ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া গ্রুপ এমআইএ রোসিয়া সেগোদনিয়া এবং গায়ক নিকোলাই বাসকভ মস্কোতে একটি যুদ্ধপন্থী কনসার্টে পারফর্ম করেছেন। ইউক্রেনের অন্যতম সোচ্চার আন্তর্জাতিক সমর্থক কানাডা ২০১৪ সাল থেকে রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের প্রায় চার হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।