দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে বাস দুর্ঘটনা। আহত ১০ জন যাত্রী। দ্রুত গতিতে থাকার ফলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ইলেকট্রিক খুঁটি ভেঙে উল্টে যায়। ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আজ সকাল ৫.৩০ মিনিটে কাঁটাখালি তমলুক রুটের একটি বাস বালিচক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে। দ্রুত গতিতে থাকার ফলে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অপরদিকে বাসটিকে উদ্ধার করার কাজ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা না মারলে সোজাসুজি গৃহস্থের বাড়িতে ঢুকতো ওই বাস। বিপদ আরও বাড়তে পারতো বলে অনুমান এলাকাবাসীর। জানা গিয়েছে, সবংয়ের কাঁটাখালি থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি।