নিজস্ব সংবাদদাতাঃ ডোমজুড়ের নিমেরহাটি এলাকার সরস্বতী খাল ও খাল সংলগ্ন এলাকার জলাভূমিগুলি ইচ্ছাকৃতভাবে ভরাট করা হচ্ছে। এমনটাই অভিযোগ তুলেছেন পরিবেশবিদরা। এই নিয়ে পরিবেশবিদ নন্দিনী চক্রবর্তীর মতে, গ্রিন ট্রাইব্যুনাল এবং পিসিবির নির্দেশ অমান্য করে রাত-দিন ছাই জমিয়ে পুরো জলাভূমি ধ্বংস করা হচ্ছে।
দূষণ সৃষ্টিকারী প্রায় ৪০টি কারখানা রয়েছে, যার মধ্যে রাবার, অ্যাসিড ইত্যাদি প্রস্তুতকারক কারখানা রয়েছে বলে অভিযোগ। নন্দিনী চক্রবর্তী আরও দাবি করেছেন যে তারা অবৈধভাবে পিসিবির ছাড়পত্র বা নিবন্ধন ছাড়াই কাজ করছে।
এর বিরুদ্ধে এলাকাবাসী আন্দোলন করতে গেলে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। নন্দিনী চক্রবর্তী অভিযোগ করেন যে আশেপাশের এলাকা সহ পুরো গ্রাম বন্যার জলে ডুবে যায়।
বর্ষাকালে এই জায়গার জল হাঁটু অবধি হয়, যার ফলে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। মহিয়ারি, ডোমজুড় ও মকরদহের বেশ কয়েকটি গ্রাম জুড়ে মোট ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ ১৪৫ হেক্টর।