নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ইইউ নেতাদের বৈঠকের সময় শুক্রবার সকালে কিয়েভে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইউরোপীয় নেতারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনের জন্য অতিরিক্ত আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন। বৃহস্পতিবার জেলেনস্কি বলেন, "কমিশনের নেতা উরসুলা ভন ডার লেয়েন এবং ইউরোপীয় কমিশনের কলেজের সদস্যদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"