প্রতিহিংসা থেকেই কি মুখ্যসচিবকে বদলি ? প্রশ্ন মমতার

author-image
Harmeet
New Update
প্রতিহিংসা থেকেই কি মুখ্যসচিবকে বদলি ? প্রশ্ন মমতার





নিজস্ব সংবাদদাতা: শনিবার নবান্ন থেকে প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন। সেইসঙ্গে মুখ্যসচিবকে দিল্লী তলব করা নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রতিহিংসা থেকেই কি মুখ্যসচিবকে বদলি করা হল? মুখ্যসচিবের ভুলটা কী হয়েছে? রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কীভাবে বদলির নির্দেশ দিল কেন্দ্র? কাল আমাকে বৈঠকে ডেকে অপমান করা হয়েছে। বাংলায় হার হজম করতে না পেরে এক্ষন তাঁর প্রতিহিংসা নিচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ? রাজ্যকে কাজ করতে দিচ্ছে না কেন্দ্র। বিজেপির কথা মতো কাজ করছে কেন্দ্র। বদলি নির্দেশের চিঠি প্রত্যাহার করা হোক। ৩১ মে মুখ্যসচিবের অবসরের কথা ছিল করোনার কারণে আমরা তাঁর ৩ মাসের মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানাই। কেন্দ্র আমাদের অনুরোধ মেনে মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেয়।"