নিজস্ব সংবাদদাতাঃ দাবানলে চিলির ৭৫০ হেক্টর বনাঞ্চল ভস্মীভূত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং খামার ও বনাঞ্চল হুমকির মুখে পড়েছে। দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন (কোনাফ) জানিয়েছে, রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে চিলান শহরের কাছে মোনাকোর আয়তনের প্রায় তিনগুণ এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এছাড়া নুবল অঞ্চলের আরেকটি অংশে প্রায় ২০০ হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে।