নিজস্ব সংবাদদাতাঃ ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হল হাওড়ার শিবপুরে। 'Boy Scouts of Bengal' এর উদ্যোগে সমস্ত কোভিড বিধি-নিষেধ মেনেই পালন করা হল স্বাধীনতা দিবস। ১ ঘণ্টার মধ্যে তারা অনুষ্ঠান শেষ করে। গতকাল এই অনুষ্ঠানের সূচনা করেন Mr. C, Sudhakar IPS. এই অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন, Mej Gen Ajith Nilakantan.