রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে গতি বাড়বে তদন্তের

author-image
Harmeet
New Update
রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে গতি বাড়বে তদন্তের

হরি ঘোষ, দুর্গাপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হল দুর্গাপুরের রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির। অত্যাধুনিক এই ফরেন্সিক ল্যাবে দ্রুত নমুনা পরীক্ষা করা সম্ভব হবে এবং অপরাধ দমনেও আরও তৎপর হতে পারবে প্রশাসন। অপরাধের কিনারা করতে সদর্থক ভূমিকা নেবে এই ল্যাবরেটরি বলেও আশাবাদী প্রশাসনিক মহল। খুন, বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগের তদন্ত করতে ফরেনসিক বিশেষজ্ঞদের আর কলকাতার বেলগাছিয়া থেকে আসতে হবে না, এবার দুর্গাপুরের ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞরা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় পৌঁছে গিয়ে নমুনা সংগ্রহ করবেন, সেই নমুনা দ্রুত দুর্গাপুরের এই ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে, রিপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলেও দাবি আধিকারিকদের। দুর্গাপুরের জেমুয়া পঞ্চায়েতের শঙ্করপুরে অবস্থিত এই রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার যে কোনও অপরাধে তদন্তের জন্যে ফরেন্সিক তদন্ত অত্যন্ত জরুরি। এতদিন ফরেন্সিক তদন্তে স্রেফ নমুনা সংগ্রহ করতেই বেশ কিছুদিন অপেক্ষা করতে হতো পুলিশকে। ফরেনসিক দপ্তরের ডিজি সঞ্জয় মুখার্জি দাবি করেন, কলকাতা থেকে ফরেন্সিক দল এসে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করত। ততদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা নষ্টও হয়ে যেত। এইবার এই সমস্যার সমাধান হবে দুর্গাপুরে রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির মাধ্যমে।