নিজস্ব সংবাদদাতাঃ ক্রিমিয়ায় নির্মাণ শ্রমিকদের অস্থায়ী আবাসনে আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার কর্মকর্তারা। স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা জানিয়েছে, সেভাস্তোপোল শহরের উপকণ্ঠে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রাশিয়ার নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, "ক্রিমিয়ার সেভাস্তোপোল ও সিম্ফেরোপোল শহরের সংযোগকারী নতুন সড়ক তাভ্রিদা মহাসড়কের নির্মাণ শ্রমিকদের একটি দুইতলা ভবনে আগুন লেগেছে। আগুন লাগার সময় দুইতলা ভবনের ভেতরে ১৮৫ জন ছিলেন।" রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তারা আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ করছেন।