নিজস্ব সংবাদদাতা: দিন আসে দিন যায়, নাগাল্যান্ড ব্রাত্যই থেকে যায়। সে রাজ্যের অনেকেরই এমনটা অভিযোগ। ত্রিপুরায়, মেঘালয়, নাগাল্যান্ড এবং অসম, উত্তর-পূর্বের এই চার রাজ্যের মধ্যে নাগাল্যান্ড অন্যতম কম আলোচিত রাজ্য। রাজধানী কোহিমার পরিস্থিতি নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা-সহ একাধিক বিষয় ক্ষোভ রয়েছে রাজ্যবাসীর মধ্যে। শোনা যায় জাত্যাভিমানের কথা, পৃথক অঞ্চলের দাবিও খবরে উঠে আসে কখনও।