নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার রাতে ক্রামতোর্স্কের একটি আবাসিক ভবনে রুশ হামলার নিন্দা জানিয়েছেন। জেলেনস্কি বলেন, "এটি ইতিহাসের পুনরাবৃত্তি নয়; এটাই আমাদের দেশের দৈনন্দিন বাস্তবতা। চরম মন্দের সীমানায় থাকা একটি দেশ। আমরা অবশ্যই সব অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেব। তারা করুণার যোগ্য নয়।" জেলেনস্কি নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় অন্তত দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন।