হারানো ফোন খুঁজবেন কীভাবে তা জেনে নিন

author-image
Harmeet
New Update
হারানো ফোন খুঁজবেন কীভাবে তা জেনে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ হারানো স্মার্টফোন খুঁজে পাওয়ার একাধিক উপায় রয়েছে। তবে তার জন্যে ফোনটি কেবল চালু থাকতে হবে এমন নয়, বন্ধ করে দেওয়া স্মার্টফোনও খুঁজে বার করা সম্ভব। 

অ্যান্ড্রয়েড ফোন হারালে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারের সাহায্য নিতে হবে। ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবসাইটটি খুলুন। নিজের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে সেখানে লগইন করতে হবে।। তারপরে যে ডিভাইসটি হারিয়ে গিয়েছে, সেটি সিলেক্ট করুন। ব্যস সঙ্গে সঙ্গে দেখে যাবে ম্যাপে আপনার ফোনের অবস্থান কোথায় রয়েছে। ‌এ বার সেখানে ‘প্লে সাউন্ড’ অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার হারিয়ে যাওয়া ফোন টানা পাঁচ মিনিট বাজতে থাকবে। ফলে আরও সহজ হবে সেই ফোনটি খুঁজে পাওয়া। 

আইফনের ক্ষেত্রে ‘ফাইন্ড মাই আইফোন’ তো রয়েছেই। আইক্লাউড ওয়েবসাইট থেকে ‘ফাইন্ড মাই আইফোন’ টুল ব্যবহার করতে হবে। প্রথমে নিজের অ্যাপল অ্যাকাউন্ট ব্যবহার করে, তাতে সাইন ইন করুন। তারপর অলডিভাইস অপশনটি সিলেক্ট করতে হবে। সেখান থেকে নিজের হারানো ফোনটি সিলেক্ট করবেন। তারপর ম্যাপের সাহায্যে দেখতে পাবেন আপনার হারিয়ে যাওয়া আইফোনটি কোথায় রয়েছে।