নিজস্ব সংবাদদাতাঃ এখন ধূমপান অর্থাৎ সিগারেট খাওয়া সাধারণ মানুষের জন্য আরও ব্যয়বহুল হবে। কারণ সরকার সিগারেটের উপর শুল্ক বাড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন যে সিগারেটের দাম বাড়বে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, সিগারেটের ওপর ১৬ শতাংশ কর বাড়ানো হবে। এদিকে কেন্দ্রের এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে টুইটারে হ্যাশট্যাগ #cigarettes ট্রেন্ড করতে শুরু করেছে। ট্রেন্ডের সাথে প্রচুর মিম শেয়ারও করা হয়েছে। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'কেন কেউ আমার দুঃখ দেখছে না ভাই।' অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'আমার দুঃখ কমেনি বলে মনে হচ্ছে। '
Itc after every budget #cigarettes #itc #Budget2023 pic.twitter.com/lqFo4YLLuc
— Dr. Anish Agarwal (@anishagarwal256) February 1, 2023