কেন্দ্রীয় বাজেট: কেন্দ্রের ব্যক্তিগত কর নিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানালেন কার্তি চিদাম্বরম

author-image
Harmeet
New Update
কেন্দ্রীয় বাজেট: কেন্দ্রের ব্যক্তিগত কর নিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানালেন কার্তি চিদাম্বরম



নিজস্ব সংবাদদাতাঃ
কেন্দ্রীয় বাজেটে ব্যক্তিগত কর নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন কর কাঠামোয় ব্যক্তিগত কর নিয়ে সংসদে নিজের ভাষণে অর্থমন্ত্রী বলেন, 'বার্ষিক ৭ লক্ষ আয়ে দিতে হবে না কর। ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা অবধি ৫ শতাংশ আয়কর দিতে হবে। আয়করের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা করা হয়েছে। ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ আয়ে ২০ শতাংশ কর দিতে হবে। এছাড়া ১৫ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে।' 






এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম। তিনি বলেন, 'আমি কম কর ব্যবস্থায় বিশ্বাসী। সুতরাং, যে কোনও কর হ্রাসের সিদ্ধান্তকে স্বাগত। কারণ জনগণের হাতে আরও বেশি অর্থ দেওয়া অর্থনীতিকে চাঙ্গা করার সর্বোত্তম উপায়।'