নিজস্ব সংবাদদাতাঃ ভারত তার ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছে, তাকেই সম্মান জানালো গুগল। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের স্বাধীনতা দিবসে নতুন ডূডল আর্টের সাহায্যে ভারতবর্ষের সংস্কৃতিকে সম্মান জানিয়েছে গুগল। এই ডূডল আর্টটি করেছেন কলকাতা ভিত্তিক অতিথি শিল্পী সায়ন মুখোপাধ্যায়। এটি একটি দৃষ্টান্ত মূলক কাজ গুগলের তরফ থেকে।