নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনটি রাজ্যেই মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি। নাগাল্যান্ডের মোট ১৩.০৯ লক্ষ ভোটারের মধ্যে ৬,৫৬,০৩৫ জন মহিলা। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫৩ হাজার ৬১৬ জন। একইভাবে মেঘালয়ে ২১ লাখ ৬১ হাজার ভোটারের মধ্যে ১০ লাখ ৯২ হাজার ৩৯৬ জন নারী এবং ১০ লাখ ৬৮ হাজার ৮০১ জন পুরুষ। ত্রিপুরার ২৮.১৩ লক্ষ ভোটারের মধ্যে ১৩,৯৮,৮২৫ জন মহিলা এবং ১৪,১৪,৫৭৬ জন পুরুষ। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, "তিনটি নির্বাচনী রাজ্যের বিশেষ বিষয় হল এখানে ভোট দানকারী মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি। গত বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডে ৮৬ শতাংশ, মেঘালয়ে ৮৭ শতাংশ এবং ত্রিপুরায় ৯১ শতাংশ মহিলা ভোট দিয়েছিলেন।"