নিজস্ব সংবাদদাতা: প্রতীক্ষা সত্ত্বেও পিছিয়ে গেল ‘বাওয়াল’-এর মুক্তি। এই ছবিতে নায়িকা জাহ্নবী কপূর আর তাঁর বিপরীতে বরুণ ধওয়ানকে দেখতেও উদ্গ্রীব দর্শক। তার মাঝেই মুক্তির বিলম্বের খবর ঘোষণা করলেন নির্মাতারা।প্রযোজক গোষ্ঠী জানালেন, ছবির আবহ নির্মাণে সময় লাগছে। ভিএফএক্স-সহ বেশ কিছু প্রযুক্তিগত কাজ বাকি রয়েছে। পোল্যান্ডে এক বিশেষ প্রযুক্তি কাজে লাগিয়ে ছবির শুটিং হয়েছে।