নিজস্ব সংবাদদাতাঃ চলতি খেলো ইন্ডিয়ায় শুরুটা ভালো করল পশ্চিমবঙ্গ। আয়োজক মধ্যপ্রদেশের বিরুদ্ধে সহজে জয় পেল টিম বেঙ্গল। খেলো ইন্ডিয়ার প্রথম দিনে ছেলেদের খো খো বিভাগে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জয়লাভ করেছে বাংলা। এক ইনিংস এবং ৪ পয়েন্টের পার্থক্যে জিতেছে বঙ্গ ব্রিগেড।