সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: ২০ টি বুনো হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হল বন দপ্তরের সরকারি কটেজ। রবিবার ভোরে গরুমারা জঙ্গল থেকে প্রায় ২০টি হাতির দল বেরিয়ে চলে আসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের গরুমারা জঙ্গল ঘেঁষা কালীপুর ইকো ভিলেজে। মূলত খাবারের খোঁজে রান্নাঘরে হানা দিয়ে জানালা ও দেওয়াল ভেঙে ফেলে হাতির দলটি। রান্না ঘরে থাকা খাদ্যসামগ্রী, বাসনপত্র, সিলিন্ডার, ওভেন, ফ্রিজ সমস্ত কিছু তছনছ করে। বারান্দা সহ কাচের জানালাও ভেঙে ফেলে।
জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয় হাতির হানায়। যার জেরে জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। এইমুহূর্তে কোনও পর্যটক না থাকার দরুণ একজন পাহারাদারকে মোতায়েন করে রাখা হয়েছিল কালীপুর ইকো ভিলেজে। পাহারাদার বলেন, “হাতিগুলি ভেতরে চলে আসে। কোনরকমে দরজা আটকে ভেতরেই বসেছিলাম। পরবর্তীতে মোবাইল স্কোয়াডের গাড়ি আসার পর বাইরে বেরিয়ে দেখি প্রায় ২০টি হাতি ঘোরাফেরা করছে।“ বনদপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী রাতেই খবর পেয়ে রামশাই মোবাইল স্কোয়াডের বনকর্মীরা সেখানে পৌছে যায়। কিন্ত একই সময় একাধিক জায়গাতে হাতি বের হওয়ার দরুণ নিদিষ্ট সময়ে পৌঁছোবার আগেই ক্ষতিগ্রস্ত হয় কালীপুর ইকো ভিলেজ।