অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা

author-image
Harmeet
New Update
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা



দিগ্বিজয় মাহালী, চন্দ্রকোনাঃ
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা। এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনার ধামকুড়িয়া এলাকায়। মিড ডে মিলের খাবার নিয়ে যখন জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল তখন সেদিনই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা পাওয়ার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকার এক বাসিন্দা সুমন রায় তার ছেলে ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে। সুমন বাবুর অভিযোগ, তার ছেলের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মিড ডে মিলের খিচুড়ি নিয়ে গেলে বাড়িতে গিয়ে কৌটো খুলতেই দেখ যায় ওর মধ্যে মধ্যে আস্ত একটি আরশোলা। সেই খাবার নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখানো হলে কেন্দ্রের সহায়িকা ও রাঁধুনি ঘটনার অন্যান্য শিশুদের বাড়ি বাড়ি গিয়ে মিড ডে মিলের খিচুড়ি না খাওয়ার জন্য নিষেধ করে আসেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধামকুড়িয়া এলাকায়। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক থেকে এলাকাবাসী। যদিও এই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা কাকলি চক্রবর্তী জানান, 'ঘটনার কথা এক অভিভাবক জানালে আমরা ভুল শিকার করে নিয়েছি। হয়তো এই ঘটনা ঘটতেও পারে। তবে আমরা তড়িঘড়ি বাড়ি বাড়ি গিয়ে ওই খাবার না খাওয়ার জন্য নিষেধ করে এসেছি।' এদিকে ঘটনার খবর পেয়ে কেন্দ্রে পৌঁছান চন্দ্রকোনা ২ নং ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ পোড়িয়া। পুরো ঘটনা খতিয়ে দেখে তিনি কথা বলেন এলাকাবাসী ও কেন্দ্রের কর্মীদের সঙ্গে।