সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: ৭৫ তম স্বাধীনতা দিবসে রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হল জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের পর্যটনকেন্দ্র মূর্তিতে। রবিবার একে সাপ্তাহিক ছুটি, তার উপর স্বাধীনতা দিবস। ফলে ভিড় ছিল চোখে পড়ার মতো। রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমনে খুশি মূর্তির দোকানদার সহ সমস্ত ব্যবসায়ীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত লকডাউন ঘোষণার পর থেকে বন্ধ হয়ে যায় মূর্তি। তারপর দীর্ঘদিন থেকেই শুনসান ছিল এই পর্যটনকেন্দ্র। বিধিনিষেধ শিথিল হয়েছে। তাই পর্যটকরা আসতে শুরু করেছে মূর্তিতে। তবে যারা এসেছেন তাদের অনেকের মুখেই ছিল না মাস্ক, মানা হয়নি সামাজিক দুরত্ব বিধি। এদিন মূর্তিতে মেটেলি থানার পুলিশের টহলদারি ছিল। মূর্তির এক ব্যবসায়ী বলেন, ‘গত কয়েকদিন ধরে মূর্তিতে মানুষ আসা শুরু করেছে। তাই মূর্তির বহু দোকানপাটও খুলেছে। এবার রেকর্ড সংখ্যক মানুষের আগমন হয়েছে। এদিন মূর্তিতে উপস্থিত পর্যটকরা জানান, গৃহবন্দি থাকতে ভালো লাগছিল না। তাই ছুটিতে এখানে ঘুরতে আসা হয়েছে।