ক্রিমিয়া আর কখনো ইউক্রেনের অংশ হবে না: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

author-image
Harmeet
New Update
ক্রিমিয়া আর কখনো ইউক্রেনের অংশ হবে না: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব সংবাদদাতাঃ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ সোমবার বলেছেন, ২০১৪ সালে রাশিয়ার দখলে থাকা কৃষ্ণ সাগর উপদ্বীপ ক্রিমিয়া আর কখনো ইউক্রেনের অংশ হবে না। ডিসেম্বরে, ক্রোয়েশিয়ার আইনপ্রণেতারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর সমর্থনে দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের মিশনে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যা মিলানোভিচ এবং প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের মধ্যে গভীর বিভাজনকে প্রতিফলিত করে। ইউক্রেনে পশ্চিমা নীতির কঠোর সমালোচক মিলানোভিচ বলেছেন, তিনি চান না তার দেশ, ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্য রাষ্ট্র, ইউক্রেনে ১১ মাস ধরে চলা যুদ্ধের সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হোক। তিনি বলেন, 'ইউক্রেনের ব্যাপারে পশ্চিমারা যা করছে তা অত্যন্ত অনৈতিক, কারণ যুদ্ধের কোনো সমাধান নেই'। তিনি আরও বলেন, "ইউক্রেনে জার্মান ট্যাংকের আগমন রাশিয়াকে চীনের নিকটবর্তী করতে সাহায্য করবে।" মিলানোভিচ বলেন, 'এটা পরিষ্কার যে ক্রিমিয়া আর কখনো ইউক্রেনের অংশ হবে না।'