মাদাগাস্কারে ঝড়ে নিহত ৩০, নিখোঁজ ২০

author-image
Harmeet
New Update
মাদাগাস্কারে ঝড়ে নিহত ৩০, নিখোঁজ ২০

নিজস্ব সংবাদদাতাঃ ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে গ্রীষ্মমন্ডলীয় ঝড় চেনেসো অতিক্রমের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩০ জন নিহত, ২০ জন নিখোঁজ এবং কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মাদাগাস্কারের ন্যাশনাল অফিস ফর রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, ঝড়টি গত বৃহস্পতিবার দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে এবং এতে প্রায় ৮৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মাদাগাস্কারের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি এখন সারা দেশ অতিক্রম করে মোজাম্বিক চ্যানেলে প্রবেশ করেছে। ঝুঁকি ও দুর্যোগ দপ্তরের কর্নেল ফালি আরিতিয়ানা বলেন, 'ঘরবাড়ি ধসে পড়া ও ভূমিধসের ঘটনা ঘটেছে।'