নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত লিন ট্রেসি সোমবার মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুশ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্রে খবর, মন্ত্রণালয়ের প্রবেশপথের পাশে দাঁড়িয়ে একদল লোক লিন ট্রেসিকে অভ্যর্থনা জানায় এবং স্লোগান দেয়, 'যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি ব্যবসা'। ট্রেসিকে ২১ ডিসেম্বর মার্কিন সিনেটে অনুমোদন দেওয়া হয় এবং ৯ জানুয়ারি তিনি শপথ নেন। তিনি রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে বৈঠক করেন। মস্কোয় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, 'অভূতপূর্ব উত্তেজনার সময়ে আমাদের রাজধানীগুলোর মধ্যে সংলাপ বজায় রাখার দিকে মনোনিবেশ করে রাষ্ট্রদূত ট্রেসি মস্কোতে তার মেয়াদ শুরু করেছেন। তিনি রাশিয়ায় আটক সব মার্কিন নাগরিকের নিরাপত্তা ও ন্যায্য আচরণের পক্ষে একজন আইনজীবী হবেন। রাষ্ট্রদূত ট্রেসি আমেরিকা ও রাশিয়ার জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে সমর্থন করার জন্য উন্মুখ।'