নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি বিমানে যাত্রীদের অভব্য আচরণের জন্য সমস্যার মুখে পড়তে হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সকে। পরিবহন, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আজ ফ্লাইটে যাত্রীদের অসংযত আচরণ এবং এই বিষয়ে এয়ারলাইন্সের কি কি করণীয় তা নিয়ে আলোচনা করবে। কমিটির সামনে এদিন বিমান পরিবহন মন্ত্রকের একাধিক কর্মকর্তা উপস্থিত থাকবেন।