নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির মেয়র ইহোর তেরেখোভ বলেন, "আবাসিক ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে আগুন লেগেছে। সব জরুরি সেবা সাইটে রয়েছে।" খারকিভের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ পৃথক এক বার্তায় বলেন, 'হতাহত ও ধ্বংসযজ্ঞের তথ্য পরিষ্কার করা হচ্ছে। কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে এবং উদ্ধার অভিযান চলছে।' সিনিহুবভ বলেন, "সোভিয়েত আমলের এস-৩০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি খারকিভের কিয়েভস্কি শহরে অবস্থিত একটি আবাসিক ভবনে আঘাত হানে।"