নিজস্ব সংবাদদাতা : ফেব্রুয়ারিতে মেঘালয়ের বিধানসভা নির্বাচনে সপরিবারে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। একসাথে দুটি আসন থেকে লড়বেন মুকুল। সোঙ্গাক এবং টিকরিকিল্লা কেন্দ্রে তিনিই তৃণমূলের প্রার্থী। অন্যদিকে, তার স্ত্রী দিককাঞ্চি ডি শিরা লড়বেন মহেন্দ্রগঞ্জ থেকে। তাঁর মেয়ে মিয়ানি ডি শিরা লড়বেন আমপাতি থেকে, এবং তাঁর ছোট ভাই জেনিথ সাংমা রাংসকোনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তৃণমূলকে রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত করার লক্ষ্যে মুকুল সাংমা ১১ জন কংগ্রেস বিধায়কের সঙ্গে তৃণমূলে যোগদান করেন ২০২১ সালের নভেম্বরে।
১৯৯৩ সালে মুকুল সাংমা মেঘালয় বিধানসভায় আমপতিগিরি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।তিনি মেঘালয় পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৮, ২০০৩,২০০৪, ২০১৩, ২০১৮ সালে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসাবে মেঘালয় বিধানসভায় পুনঃরায় নির্বাচিত হন। ১৯৯৬-১৯৯৮ সাল পর্যন্ত মেঘালয় সরকারের সংসদীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।২০০৩ সালে, তিনি মেঘালয়ের ডি.ডি. লাপাং সরকারের স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী হন। ২০০৫ সালে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হন। ২০১০-এর এপ্রিলে সাংমা মেঘালয়ের ১১ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।তিনি মার্চ ২০১৩ সালে টানা দ্বিতীয় মেয়াদে শপথ নেন।মুকুল সাংমা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সোঙ্গাক এবং আমপাতি নির্বাচনী এলাকা থেকে জয় পান।