শেষ পর্যায়ে ভারত জোড়ো যাত্রা, জাতীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধী

author-image
Harmeet
New Update
শেষ পর্যায়ে ভারত জোড়ো যাত্রা, জাতীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধী

নিজস্ব সংবাদদাতাঃ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কর্মসূচি। এদিকে রবিবার শ্রীনগরের লাল চৌকে জাতীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়ে দেশের ৭৫টি জেলার ৪,০৮০ কিলোমিটার পথ অতিক্রম করে রবিবার শ্রীনগরের বুলেভার্ড এলাকার নেহরু পার্কে শেষ হবে ভারত জোড়ো যাত্রা। এদিন সকালে শহরের পান্থ চক থেকে মিছিল শুরু করার পর রাহুল গান্ধী তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে লাল চৌকে জাতীয় পতাকা উত্তোলন করেন।