নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানে শীতল আবহাওয়ার ঢেউয়েমৃতের সংখ্যা বেড়ে১৬৬ জনে দাঁড়িয়েছে।
শনিবার আফগানিস্তানের একজন কর্মকর্তা এই সংবাদ জানিয়েছেন।
আফগানিস্তান ১০ জানুয়ারি থেকে -৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিমায়িত রয়েছে।
এই চরম পরিস্থিতি দারিদ্র্য-পীড়িত দেশটিতে দুর্দশার স্রোত তুলেছে।
সেখানে ব্যাপক তুষারপাত, বরফের ঝড় এবং নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট লেগেই রয়েছে।