নিজস্ব সংবাদদাতা:
শরণার্থীদের নাগরিকত্ব দিতে নোটিশ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নোটিশ অনুযায়ী, নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ৩ দেশ থেকে আশা শরনার্থীরা। এই আবেদন করতে পারেন হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান শরনার্থীরা। এছাড়া আবেদন করতে পারবেন ৫ রাজ্যের ১৩ জেলার শরনার্থীরা। গুজরাট, ছত্তিশগড়, রাজস্থানের শরনার্থীরা আবেদন করতে পারবেন। এই নোটিশে এও বলা হয়েছে, প্রক্রিয়ার সঙ্গে সিএএ-র কোনও যোগ নেই। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা শরনার্থীরাও এই আবেদন করতে পারবেন।