ব্রাজিলের উত্তরাঞ্চলে স্বাস্থ্য সংকটে ৪৫ জন ইয়ানোমামি শিশু হাসপাতালে ভর্তি

author-image
Harmeet
New Update
ব্রাজিলের উত্তরাঞ্চলে স্বাস্থ্য সংকটে ৪৫ জন ইয়ানোমামি শিশু হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ব্রাজিলে অপুষ্টি এবং তীব্র রোগে আক্রান্ত কয়েকজন আদিবাসী শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিস্তার স্বাস্থ্য সচিব জানান, রাজ্যের একমাত্র শিশু হাসপাতালে বর্তমানে ৫৯ জন আদিবাসী শিশু রয়েছে, যাদের মধ্যে ৪৫ জন ইয়ানোমামি জনগোষ্ঠীর। আটজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। সচিব বলেন, 'শিশুরা তীব্র ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টারোকোলাইটিস, অপুষ্টি, নিউমোনিয়া ও ম্যালেরিয়ায় ভুগছে।'