নিজস্ব সংবাদদাতাঃ ১। কাজল পরার আগে হালকা হাতে চোখের চারপাশে ক্রিম মাসাজ করে নিন। ক্রিম যাতে ত্বকের সঙ্গে পুরোপুরি মিশে যায়, সেদিকে খেয়াল রাখবেন। এতে ত্বকের অতিরিক্ত তেল চলে যাবে। এবার নিশ্চিন্তে কাজল পড়ুন। স্মাজ হওয়ার ভয় কমবে।
২। আইস ব্যাগ দিয়ে চোখের চারপাশে মাসাজ করে নিতে পারেন প্রথমে। তারপর শুকনো কাপড়ে মুছে নিন চোখের চারপাশ। এতে কাজল দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
৩। কাজল পরার সময় ভিতরের কোণ অ্যাভয়েড করার চেষ্টা করুন। কারণ, সাধারণত চোখের ভিতরের কোণে জল থাকে। ফলে কাজল পরলে তা স্মাজ হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। বরং চোখের উপর এবং নীচের ওয়াটার লাইন ব্যবহার করতে পারেন। এতে কাজল পরাও অনেক সহজ।
৪। কাজল পরার পর ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করা জরুরি। এতে স্মাজ হওয়ার আশঙ্কা কমবে অনেকটাই। কারণ আইলাইনার কাজলকে ধরে রাখতে সাহায্য করবে। কাজল পরার পর চোখের উপর হালকা পাউডার ব্যবহার করতে পারেন। এতেও স্মাজ হয়ে যাওয়ার সম্ভাবনা কমবে।
৫। বাজার চলতি বেশ কিছু স্মাজপ্রুফ কাজল (easy tips for smudge proof eye makeup) তো আছেই। পকেটের রেস্ট অনুযায়ী পছন্দমতো কোনও একটা কিনে এই ট্রিকসগুলো ট্রাই করতে পারেন আপনিও।