নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত, নেপাল, শ্রীলংকা ও কাতার সফর করবেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত সফরকালে নুল্যান্ড যুক্তরাষ্ট্র-ভারত বার্ষিক ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দেবেন, যা দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুগুলোর সম্পূর্ণ পরিসীমা জুড়ে থাকবে এবং তরুণ প্রযুক্তি নেতাদের সাথেও বৈঠক করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কযুক্ত আফগানদের স্থানান্তরে কাতারের গুরুত্বপূর্ণ সমর্থন এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় আমাদের দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা করবেন।'