নিজস্ব সংবাদদাতাঃ পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, জার্মান তৈরি ১৪টি লেপার্ড-২ ট্যাংকের পাশাপাশি ইউক্রেনে অতিরিক্ত ৬০টি ট্যাংক পাঠাবে পোল্যান্ড। মাতেউজ মোরাউইকি বলেন, "পোল্যান্ড প্রথম দেশ হিসেবে দেড় বছর আগে ২৫০টি ট্যাংক পাঠিয়েছিল।" গত বছরের এপ্রিলে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার দুই মাস পরে, পোল্যান্ড বলেছিল যে তারা কিয়েভকে আক্রমণ থেকে বিরত রাখতে ট্যাংক পাঠিয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, "এই মুহূর্তে আমরা আমাদের ৬০টি আধুনিক ট্যাংক পাঠাতে প্রস্তুত, যার মধ্যে ৩০টি পিটি-৯১। আর সেই ট্যাংকগুলোর উপরে আমাদের দখলে থাকা ১৪টি ট্যাংক, লেপার্ড-২ ট্যাংক।"