নিজস্ব সংবাদদাতাঃ কোপেনহেগেনে বিক্ষোভের অনুমতি নিয়ে শুক্রবার ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আঙ্কারা 'বিদ্বেষমূলক অপরাধ' হিসেবে উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে, যার মধ্যে মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআনের ওপর 'হামলা' অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রে খবর, মন্ত্রণালয় বিক্ষোভের অনুমতি বাতিল করতে বলেছে।