নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আফ্রিকা সফরে গিয়ে ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগ্রাসন এবং সামরিক পদক্ষেপের কারণে মস্কোকে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টায় বিভক্ত মহাদেশে দক্ষিণ আফ্রিকা রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। ইরিত্রিয়া আফ্রিকার কয়েকটি দেশের মধ্যে একটি যারা ইউক্রেনে রাশিয়ার ২৪ ফেব্রুয়ারির আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে, যদিও অনেকেই ভোট দানে বিরত ছিলেন।ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী ইয়েমানে মেসকেল বলেন, 'ইরিত্রিয়ায় অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি, খনি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে।' ইরিত্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওসমান সালেহ ল্যাভরভের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় ইউক্রেনের সংকটকে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের "আধিপত্য ও নিয়ন্ত্রণের বেপরোয়া নীতি" হিসাবে বর্ণনা করেছেন।