সেনাবাহিনী অভিযানের প্রমাণ রাখে না: লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা

author-image
Harmeet
New Update
সেনাবাহিনী অভিযানের প্রমাণ রাখে না: লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা


নিজস্ব সংবাদদাতাঃ
বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও তৈরির দাবি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার তাতে ইতি টানল ভারতীয় সেনাবাহিনী। ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার, কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা বলেন, 'সেনাবাহিনীর কাছে সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ নেই।' তিনি আরও বলেন, 'আমরা যখন কোনও সার্জিক্যাল স্ট্রাইকের মতো গুরুত্বপূর্ণ অপারেশন করি তখন আমরা কোনও এর কোনও প্রমাণ রাখি না।' উল্লেখ্য, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এবং রশিদ আলভি সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রমাণ দাবি করেছেন।