নিজস্ব সংবাদদাতাঃ আচমকা বিয়ের কথা ঘোষণা করে চমকে দিলেন মাসাবা এবং সত্যদীপ। তাদের একসঙ্গে এর আগে দেখা গিয়েছে বটে, তবে তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি বলে মনে হয়নি অনেকেরই। তাই বিয়ের খবর সামনে এনে অনুরাগীদের চমকে দিয়েছেন মাসাবা এবং সত্যদীপ। বিয়ের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা। মেয়ের বিয়েতে অংশ নিতে উড়ে এসেছিলেন মাসাবার বাবা ভিভ রিচার্ডস। মা নীনা গুপ্তও মেয়ের বিয়ের ফ্যামিলি ফ্রেমে ধরা দিয়েছেন।
তাতে রয়েছেন নীনার স্বামী বিবেক মেহরাও। সত্যদীপের মা নলিনী, বোন চিন্ময়াও হাসিমুখে পোজ দিয়েছেন। দেখুন সেই ছবি,