নিজস্ব সংবাদদাতাঃ এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতে চলতি মাসে আফগানিস্তানে ঠাণ্ডায় ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর মুখপাত্র শফিউল্লাহ রাহিমি বলেন, 'গত ১০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে ১৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে প্রায় ৮৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।' গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে শীতলতম শীত, যেখানে তাপমাত্রা -৩৪ ডিগ্রি সেলসিয়াস (-২৯.২ ডিগ্রি ফারেনহাইট) এর নিচে নেমে গেছে, মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে আফগানিস্তানে আঘাত হেনেছে।