লিভারপুলের দৌড় থামাতে মরীয়া ব্রাইটন

author-image
Harmeet
New Update
লিভারপুলের দৌড় থামাতে মরীয়া ব্রাইটন

নিজস্ব সংবাদদাতাঃ লিভারপুলের প্রস্তাব খারিজ করে ব্রাইটনে যোগ দিয়েছিলেন ইভান ফার্গুসন। চলতি বছরের জানুয়ারিতে ব্রাইটনের বিরুদ্ধে হেরে গিয়েছিল লিভারপুল। এবারের ইংলিশ প্রিমিয়ার লীগে পরিচিত ফর্মে নেই জুরগেন ক্লপের দল। রবিবার এফএ কাপে দুই দল মুখোমুখি হতে চলেছে। লিভারপুলকে হারিয়ে ফের অঘটন ঘটাতে চাইছে ব্রাইটন। রেডসের বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন ১৮ বছর বয়সী বিস্ময় প্রতিভা ফার্গুসন।