নীতীশ কুমার-উপেন্দ্রর মধ্যে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল

author-image
Harmeet
New Update
নীতীশ কুমার-উপেন্দ্রর মধ্যে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল


নিজস্ব সংবাদদাতাঃ
বিহারে জেডিইউ দলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। উপেন্দ্র কুশওয়াহাকে নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ক্ষোভ এখন প্রকাশ্যে এসেছে। জল্পনা উঠেছে যে ফের একবার বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছেন উপেন্দ্র। যদিও নীতীশ কুমারের সঙ্গে সংঘাত প্রসঙ্গে উপেন্দ্র কুশওয়াহা বলেছেন, 'যদি নীতীশ কুমার আমাকে জেডি (ইউ) ছাড়তে বলেন, আমি ছাড়ব না। আমি দায়িত্ব নিয়েছি এবং এই দলকে বাঁচানোর জন্য লড়াই করব। জেডি (ইউ) এর বর্তমান পরিস্থিতি নিয়ে আমি হতাশ। আমি কেবল মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিতে পারি কে তার নিজের এবং কে নয় তা চিহ্নিত করতে।' অন্যদিকে নীতীশ কুমার বলেন, 'আপনি কি কখনও দেখেছেন যে কোনও রাজনৈতিক দলের মধ্যে যে আলোচনা হয় তা বারবার বাইরে প্রকাশ্যে আসছে? দলের মধ্যেই মানুষের কথা বলা উচিত। দল থেকে কেউ চলে গেলে কিছু যায় আসে না।'