নিজস্ব সংবাদদাতাঃ মাদাগাস্কারে ক্রান্তীয় ঝড় চেনেসো আঘাত হানার পর ভারী বৃষ্টিপাতে ১৬ জন নিহত এবং ১৭ জন নিখোঁজ হয়েছে বলে সরকারের ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানিয়েছে। গত ১৯ জানুয়ারি স্থলভাগে পৌঁছানো এই ঝড়টি ২০২৩ সালের প্রথম বার্ষিক সিরিজ যা সাধারণত দ্বীপরাষ্ট্রের উপকূলে ভারত মহাসাগরে তৈরি হয়। বৃহস্পতিবার রাতে মাদাগাস্কার অফিসের এক বিবৃতিতে বলা হয়, ঝড়টি মাদাগাস্কারে আঘাত হানায় তিনজন এবং এর প্রস্থানের পর ভারী বৃষ্টিতে আরও ১৩ জন মারা গেছেন।