নিজস্ব সংবাদদাতাঃ হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) শুক্রবার সালভাদোরান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, শত শত শিশুসহ হাজার হাজার লোককে অতিরিক্ত জনবহুল কারাগারে আটক রাখার ক্ষেত্রে "ব্যাপক প্রক্রিয়া লঙ্ঘন" করা হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গত বছরের মার্চে গ্যাং সহিংসতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ অধিকার স্থগিত করে জরুরি অবস্থা জারির পর হাজার হাজার মানুষকে 'বিস্তৃতভাবে সংজ্ঞায়িত অপরাধের' জন্য জনাকীর্ণ কারাগারে রাখা হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর সমালোচনা সত্ত্বেও একাধিকবার মেয়াদ বাড়ানোর পরও জরুরি অবস্থা বহাল রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ভারপ্রাপ্ত মার্কিন পরিচালক তামারা তারাসিউক ব্রোনার বলেন, "ফাঁস হওয়া এই ডাটাবেসটি জরুরি অবস্থার সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেয়।"