নিজস্ব সংবাদদাতাঃ জল্পনা চলছিলই, এরই মাঝে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর দলীয় কর্মী এবং পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান উপেন্দ্র কুশওয়াহাকে জেডি (ইউ) ছাড়তে বলেছেন। উপেন্দ্র কুশওয়াহা বিজেপির সঙ্গে 'যোগাযোগ' রাখছেন বলে জল্পনা তৈরি হয়েছে। এরই মাঝে বিহারের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে উপেন্দ্র কুশওয়াহা বলেছেন, "ভালো বলেছেন ভাই সাহেব...! বড় ভাইদের পরামর্শে ছোট ভাইয়েরা যদি এভাবে ঘর থেকে বের হতে থাকে, তাহলে সব বড় ভাই ছোট ভাইদের ফেলে দিয়ে বাপ-দাদার (পূর্বপুরুষ) পুরো সম্পত্তি দখল করে নেবে। পুরো সম্পত্তিতে আমার অংশ রেখে আমি কীভাবে দলের বাইরে যেতে পারি।'