'বিদেশে গিয়ে ছুটি কাটান',অমর্ত্য সেনকে নিশানা শুভেন্দুর

author-image
Harmeet
New Update
'বিদেশে গিয়ে ছুটি কাটান',অমর্ত্য সেনকে নিশানা শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতাঃ   অমর্ত্য সেন ইস্যুতে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষের সুরে অমর্ত্য সেনকে শুভেন্দুর পরামর্শ, 'বিদেশে গিয়ে ছুটি কাটান, একদম বিশ্রামে থাকুন।'  শুভেন্দু অধিকারী বলেন,"বর্তমান ভারত মোদিজির হাতে সুরক্ষিত। নতুন প্রজন্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কাজ দেখে স্বপ্ন দেখে। আমরা দুর্বল রাষ্ট্রনেতা চাই না। তাহলে আমাদের দেশও ইউক্রেন হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে। আমরা অমর্ত্য সেনের চিন্তাভাবনার সঙ্গে এক মত নই।"