নিজস্ব সংবাদদাতাঃ এবার বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর সার্জিক্যাল স্ট্রাইক মন্তব্যের সমর্থন করলেন দলীয় নেতা রশিদ আলভি। ইতিমধ্যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলে দিয়েছেন যে তিনি দিগ্বিজয় সিং-এর মন্তব্যের সমর্থন করেন না, তারপরেও রশিদ আলির সমর্থনকে নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রশিদ আলভি বলেছেন, 'নিরাপত্তা বাহিনীর ওপর আমাদের আস্থা আছে, কিন্তু বিজেপি সরকারকে বিশ্বাস করতে পারছি না। সরকার বলছে তাদের কাছে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও রয়েছে, তাহলে দিগ্বিজয় সিং সরকারকে তা দেখাতে বললে ভুল কী? আমরা প্রমাণ চাইছি না, তবে সরকারের উচিৎ তাদের দাবি করা ভিডিও দেখানো।'