নিজস্ব সংবাদদাতা: মধ্য নাইজেরিয়ায় পশুপালকদের একটি দলকে আঘাত করে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। নাসারাওয়ার গভর্নর আবদুল্লাহি সুলে এই তথ্য জানিয়েছেন।
নাসারাওয়া ও বেনু রাজ্যের সীমান্তবর্তী গ্রাম রুকুবিতে বুধবার বিস্ফোরণটি হয়। এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন।