বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির বরুয়াপাড়া চা-বাগান

author-image
New Update
বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির বরুয়াপাড়া চা-বাগান

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি জেলার কুকুরজান গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বরুয়াপাড়া চা-বাগান। শনিবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের লাগানো সাসপেনশন নোটিশ দেখতে পায়।এই বাগানে প্রায় ১০০ জনের উপর শ্রমিক কাজ করে। স্বাভাবিকভাবেই আচমকাই এই নোটিশে বিপাকে শ্রমিকরা। দীর্ঘদিন ধরে চা-পাতা তোলা নিয়ে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে বচসা বাধে। মালিক পক্ষ থেকে মেশিনের মাধ্যমে চা-পাতা তোলার জন্য আদেশ দেওয়া হয়। শ্রমিকরা হাতে চা-পাতা তোলায় অভ্যস্ত হওয়ায় মেশিনের মাধ্যমে চা-পাতা তুলতে অস্বীকার করে। চা-বাগানের শ্রমিক নেতা মোশাররফ হোসেন বলেন, "বিষয়টি শ্রমদফতরের কাছে তুলে ধরা হবে।"