নিজস্ব সংবাদদাতাঃ প্রশংসিত পরিচালক এস এস রাজামৌলি তাঁর 'পেদ্দান্না'র জন্য একটি হৃদয়গ্রাহী নোট লিখেছেন। অস্কার মনোনীত 'নাটু নাটু'-র সুরকার এম এম কিরাভানি এ বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজামৌলি লেখেন, ' এই স্বীকৃতিটি সত্যিই অনেক দিন ধরে প্রতীক্ষিত ছিল। কিন্তু, আপনি যেমন বলছেন মহাবিশ্বের একজনের প্রচেষ্টাকে পুরস্কৃত করার একটি অদ্ভুত উপায় রয়েছে। পদ্মশ্রী পুরষ্কার প্রাপক। গর্বিত!!!"